মঙ্গলবার ৩ আগস্ট ২০২১ - ১৪:৪৮
তাকি আব্বাস রিজভী

হাওজা / ইমামের শোক পালন কারো বানানো নিয়ম -কানুনের উপর নয়, বরং তার নিজের নিয়ম -কানুনের উপর শোক পালন করুন

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, জনাব তাকী আব্বাস রিজভী হাওজা নিউজ বাংলার সাক্ষাৎকারে বলেন, ইমাম হুসাইন (আ:)এর শোক পালনের জন্য পৃথিবীর কোন আইনের প্রয়োজন নেই। ইমামের শোক পালন কারো বানানো নিয়ম -কানুনের উপর নয়, বরং তার নিজের নিয়ম -কানুনের উপর শোক পালন করুন, ইনশাআল্লাহ! যা কিছু বাধা আসছে তা ইয়াজিদের মত অদৃশ্য হয়ে যাবে ....

তিনি বলেন, যারা হুসাইনের স্মৃতি মুছে দেওয়া চেষ্টা করে ছিল তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে কিন্তু এটিকে কখনও মুছে ফেলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না ... কারণ এটি একটি ঐশী প্রতিশ্রুতি এবং মহান আল্লাহ হুসাইন ইবনে আলী (আ)) কে এই মহাবিশ্বের হৃদস্পন্দন করেছেন।

তাকি আব্বাস রিজভী

আহলুল বায়ত ফাউন্ডেশনের সহ –সভাপতি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha